সুখের মূহুর্তগুলো শুধুই কি চলে যাবে পিছে?
হারানো সমস্ত কিছু ফিরিবেনা বুঝি কোনো কালে?
তবে কি আমার প্রেম কেবলই মূল্যহীন মিছে?
রাতের তারারা সব ঝুলে থাকে দিবসের ডালে।


আমার হৃদয়ে তাই ঘন কালো মেঘের সম্ভার;
তবুও আকাঙ্খা করি পাখি হয়ে মধুগীত গাই।
তোমার প্রেমের স্পর্শে দূর হবে সকল আঁধার;
বারে বারে সাধ হয় ফুল হয়ে সুগন্ধ ছড়াই।


কালের নিয়ম মেনে সব কিছু হবে যে বিলীন;
তবুও স্বপন দেখি সুখ আসে সাফল্যের রথে।
এখনো প্রত্যাশা করি শুভদিন, ফিরিবে সেদিন;
মহাকাল আমাদের নিয়ে যাবে সময়ের পথে।


আমার কবিতাখানি কোনদিন হবেনা নিঃশেষ।
আমার পবিত্র প্রেম জেগে রবে কেটে যাবে ক্লেশ।


© দীপঙ্কর সাধুখাঁ।
১৭ই জুলাই, ২০২১।