আমার জগৎ ভরা আনন্দ খুশিতে
স্নেহ ভালবাসা দিয়ে তৈরি এ জগৎ।
পারবে না জগৎকে কেউ ভেঙে দিতে;
এ জগতে চলি আমি কত সুখে পথ।


আমার পৃথিবী পূর্ণ আবেগ উচ্ছ্বাসে;
দিনরাত্রি এ পৃথিবী শান্তি দেয় মনে।
জীবনে চলার পথে কত কিছু আসে;
একে একে স্থান পায় আমার মননে।


আমার জগতে জ্বলে সততার আলো;
সর্বদা আমাকে রাখে বড় প্রাণবন্ত;
জীবনের বেলাশেষে এটি র'বে ভালো;
এখানে বিরাজ করে শুধুই বসন্ত।


এ জগতে আমি র'ব সৃষ্টির আনন্দে;
এ জগৎ ভরে যাবে কবিতা ও ছন্দে।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১৪ই জ্যেষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ২৯শে মে, ,২০২২।
কলকাতা, ভারত।