নামটি বড়ই মিষ্টি আর তুমি কত সুমধুর;
তোমার  লেখনি মাতে সারাক্ষণ কবিতা ও ছন্দে।
কল্পনার ডানা মেলে উড়ে উড়ে যাও কত দূর;
নিজের জগতে তুমি মেতে আছো সৃষ্টির আনন্দে।


তোমার হৃদয়ে আছে কত প্রেম কত ভালোবাসা;
শাহিন পাখির মতো চাও তুমি উড়তে গগনে।  
কবিতার ডানা মেলে উড়ে চলো, মনে কত আশা;
অনুভূতি ভালোবাসা স্নেহ আছে হৃদয়ের কোণে।


তোমার ঐ কবিতার সুমধুর ছন্দের গতিতে
আমিও মেলবো ডানা উড়ে যাবো দূরে একসাথে।
আকাশ বাতাস হবে মুখরিত কবিতা ও গীতে;
কখনো আমাকে তুমি পারবে না বিদায় জানাতে।  


পৃথিবীর বুকে তুমি যেন এক অপরূপা পরী;
আমার হৃদয়ে তুমি চিরকাল আছো জাদুকরী।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ।
ইংরেজি: ২রা মে, ২০২৪।