দাও না সাহস তুমি কবিতা লেখাতে;
সারাক্ষণ যুদ্ধ করে লেখালেখি করি।
কেন তুমি দুর্ব্যবহার কর দিন রাতে?
কটূ কথা বলো তুমি যদি পেন ধরি।


আজকের পৃথিবীটা নয় সুখী স্থান;
প্রকৃতির হত্যা লীলা চলে অনায়াসে।
দিনে দিনে লোকজন হয়ে বেইমান
মেতে আছে অপরের বড় সর্বনাশে।


আমার কাব্যের ক্ষেত্র স্বাধীন জগত;
বড় সুখে থাকি আমি এই পৃথিবীতে।
দিনে রাতে ইচ্ছামতো চলি কত পথ;
সফল হবে না কেউ তাকে ভেঙ্গে দিতে।


এ জগতে সুখী র'ব আমি ততদিন,
লেখালেখি করে যাব আমি যতদিন।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১৩ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ২৮শে মে, ২০২২।
কলকাতা, ভারত।