তুমি কি জানো
কেন বসে থাকি
প্রতি গোধূলিতে
আমার নদীর চরায়?

শুধু তোমার
ভালোবাসার গন্ধ মিশ্রিত
স্নিগ্ধ বাতাসের অপেক্ষায় -
যার স্পর্শে শান্ত হবে
আমার তপ্ত হৃদয়।

© দীপঙ্কর সাধুখাঁ