স্বপ্ন নয়, মায়া নয়, ভ্রম নয়-
এ এক হৃদয়ের মহান অনুভূতি
তোমার সাথে কথা বলা
শব্দহীন শব্দে দিন ও রাতে।


তোমার হৃদয়ের আন্তরিকতায়
মাঝে মাঝে নিজেকে মনে হয়
মহান ও বড় ভাগ্যবান
এ মিথ্যা ও অবিশ্বাসের জগতে।


স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিকতায়
মানুষ আজ মানুষের বড় শত্রু।
ছল, বল ও কৌশল প্রয়োগে
রক্তের নেশায় মেতেছে মানুষ।


পিতা পুত্র, ভাই ভাই, স্বামী স্ত্রীর মধ্যে
কি এক অদ্ভূত অবিশ্বাসের বাতাবরণ।
ঈর্ষা, দ্বন্দ্ব, কাম, ক্রোধ, লোভ ও অহংকারে
মানুষ ক্রমশ হচ্ছে হৃদয় হীন প্রাণী।


তবু তোমার আমার হৃদয়ের সম্পর্ক
হবে না কখনও ম্লান।
মনের পবিত্রতায় ও হৃদয়ের অফুরন্ত স্নেহে
বেঁচে রবে চিরকাল আমাদের পবিত্র সম্পর্ক।


© দীপঙ্কর সাধুখাঁ
কোলকাতা, ভারতবর্ষ
11 ই জুন, 2015।