তোমার ঐ হাসিমাখা মুখখানি কেন পড়ে মনে?
কোথায় কেমন আছো একা একা জানে অন্তর্যামী।
হয়তো বা আছো তুমি সাগরের ওপারে নির্জনে;
নতুবা তারার দেশে চলে গেছো জানি না তা আমি।


হয়তো বা দেশ ছেড়ে চলে গেছো এস্কিমোর দেশে;
সেখানে লড়াই করে বেঁচে আছো প্রকৃতির সাথে।
হয়তো এমন দেশে তুমি আছো এক ছদ্মবেশে;
যেখানে ডোবে না সূর্য সকলেই জেগে থাকে রাতে।


হয়তো বা অভিমানে চলে গেছো স্বেচ্ছা নির্বাসনে
যেখানে স্বাধীনভাবে একা একা জীবন কাটাবে।
হয়তো বা পাখিদের সাথে আছো দূর কোনো বনে;
কোকিলের মতো তুমি মিষ্টি গান গেয়ে তৃপ্তি পাবে।


তোমার ঐ হাসিমুখ ভেসে ওঠে যেন বাব বার;
যেখানেই থাকো তুমি ভালো থেকো আশীষ আমার।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৭ই কার্ত্তিক, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ২৫শে অক্টোবর, ২০২৩