আমি নই বিরোধী দলের কেউ।
আমি হব না কোন সুশাসক।
প্রশাসন আমার; কর্তৃত্ব আমার।
ক্ষমতা আমার; শক্তিও আমার।
আমি এক স্বৈরাচারী শাসক।


হয় ছলে, নয় বলে, নতুবা কৌশলে
আমিই করব সবকিছু গ্রাস।
তোমরা কেউ নও।
হয় লাঠি ধর আমার হয়ে
নতুবা মর  আমারই লাঠির আঘাতে।


আমাকে করো না কোন চ্যালেঞ্জ।
আমার বাহুবল সম্পর্কে
তোমাদের নেই কোন ধারনা।
দেখছো না? আমারই হাতে
গণতন্ত্র হয়েছে কণ্ঠরুদ্ধ।


পুলিশ আমার, মিডিয়াও আমার।
আমি করব কর্তৃত্বের অপপ্রয়োগ।
বুদ্ধিজীবী কারা?
আমিই তাদের তকমা দিয়েছি বুদ্ধুর।
আমিই বানিয়েছি জনতাকেও বোকা।


জীবনকে ভালোবাসো?
প্রতিবাদ করো না।
আমার রোষানলে হবে সবাই ভষ্ম।
আমিই করব বিরোধী শূন্য।
আমার দ্বারাই হবে গণতন্ত্র ধর্ষিত।


© দীপঙ্কর  সাধুখাঁ
12/04/2018।