বসন্ত এসেছে তাই নবরূপে সুসজ্জিত ধরা;
দখিনা বাতাস বহে ফাগুনের এই শুভক্ষণে।
প্রকৃতি রঙীন সাজে, বৃক্ষরাজি ফুলে ফলে ভরা;
কোকিলের কুহু রবে আনন্দের বান আসে মনে।


বসন্তের আগমনে প্রস্ফুটিত পলাশ শিমুল;
আকাশের বক্ষ যেন মেঘমুক্ত রোদে ঝলমল।
গুল্ম বৃক্ষে দেখা যায় কচি পাতা, কত শত ফুল;
বসন্তের সোনা রোদে ডানা মেলে বিহঙ্গের দল।


আকাশ বাতাস আজ মুখরিত সুর কলতানে;
বহমান স্রোতস্বিনী বাসন্তিক কল্লোলিত ছন্দে।
সকলে বিমুগ্ধ এই বসন্তের আগমনী গানে;
আমার হৃদয় মন মাতোয়ারা প্রেমের আনন্দে।


বিদায় নিয়েছে শীত তিরোভূত কনকনে বায়ু।
বসন্ত এসেছে তাই বেড়ে যাবে যৌবনের আয়ু।


রচনাকাল: ১৪ই ফেব্রুয়ারি, ২০২২।
কোলকাতা, ভারতবর্ষ।