এখনও বৈশাখের ঝড়ে গাছ থেকে কাঁচা আম পড়ে।
এখনও মৃদু বাতাসে গাছের কচি পাতা নড়ে।


এখনও শ্রাবণ মাসে অঝরে বৃষ্টি ঝরে।
এখনও হেমন্তে রাত্র্রিবেলা শিশির পড়ে।


এখনও বসন্তে কোকিলরা সুমিষ্ট গান করে।
এখনও শীতের ভোরে জেলেরা জালে মাছ ধরে।


এখনও ধর্মের নামে ভন্ডরা সাধু সেজে ভন্ডামি করে।
এখনও অজ পাড়া গাঁয়ের লোকদের ভূতে ধরে।

এখনও ভোট আসলে বোমাবাজিতে কত লোক মরে।
এখনও নেতারা সব পুকুর চুরি করে।


এখনও ইডেনে ক্রিকেট ম্যাচে গ্যালারি যায় ভরে।
এখনও দুর্ঘটনায় লোক মরলে নেতারা রাজনীতি করে।


এখনও ঝগড়া হলে মেয়েরা চুলোচুলি করে।
এখনও সরস্বতী পূজোয় ছেলেমেয়েরা প্রেমে পড়ে।


এখনও তোমার কথা মনে পড়লে দু'চোখ দিয়ে অশ্রু ঝরে।


© দীপঙ্কর সাধুখাঁ
23/02/2020।