সুখের ঠিকানা তুমি হৃদয়ের অতি প্রিয়জন;  
অভিমানে চলে গেলে জানি আমি ফিরবে না আর।
স্মৃতিগুলো খেলা করে হৃদয়ের সাথে সারাক্ষণ;
কল্পনার ডানা মেলে একসাথে উড়ি বার বার।


তুমি ছিলে ছায়া সঙ্গী নিরন্তর ছেলেবেলা জুড়ে;
একসাথে কেটে যেত কৈশোরের দিনগুলি সুখে।
হৃদয়ের ডালে বসে গেয়ে যেতে গান মিষ্টি সুরে;
দিনগুলি ফিরবে না কোনোদিন পৃথিবীর বুকে।


মনের দুয়ায় খুলে অন্তহীন সুখের আশ্বাসে
নিয়ত প্রতীক্ষা করি গেয়ে যাই বেদনার গান।
এখনও বন্ধুত্বের সুমধুর ঘ্রাণ ভেসে আসে;
অনুভব করি তাই আমি সেই হৃদয়ের টান।


বন্ধুত্বের স্মৃতিগুলো খেলা করে হৃদয়ের সাথে;
প্রতীক্ষার দিন বড় বেদনার; জেগে থাকি রাতে।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১লা অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ১৮ই নভেম্বর, ২০২৩।