মনের মানুয মেলা বড়ই কঠিন;
ধন সম্পদের পিছে সকলেই ছোটে।
অর্থের কারণে প্রেম হয় মূল্যহীন;
আজব প্রেমের মাঝে কত কিছু ঘটে।


অকৃত্রিম ভালোবাসা ও প্রকৃত মন
আজকের দুনিয়াতে বড়ই অভাব।
প্রেমে যদি থাকে শুধু স্বার্থের বন্ধন
ভালোবাসা বদলায় স্বকীয় স্বভাব।


লায়লা ও মজনুর প্রেম ভালোবাসা
পৃথিবীতে কোনোদিন আসবে না ফিরে।
ভালোবাসা মানে এক প্রীতি পূর্ণ বাসা;
দুটি মন জুটি বেঁধে থাকে সুখে নীড়ে।


অর্থ-কড়ি অট্টলিকা ভালোবাসা নয়;
প্রকৃত মনের মিলে ভালোবাসা হয়।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৩রা অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ২০শে নভেম্বর, ২০২৩।