আরব সাগর তীরে মুম্বাই নগরী;
এমন বাণিজ্য স্থল নেই কোনখানে।
কতলোক কাজ করে রাত কিবা দিনে;
ট্রেন চলে, বাস চলে, চলে কত গাড়ি।
কত যে প্রাসাদ আছে, আছে উঁচু বাড়ি;
যেখানে তারারা থাকে, বড় খুশি মনে।
কতলোক যায় আসে, বিবিধ কারণে;
দিন রাত পাহারায় কত যে প্রহরী।


তুমি তো নগরী নও, জাদুকরী মেয়ে;
বারেবারে মুগ্ধ তাই অপরূপ রুপে;
পেয়েছি তোমার কাছে সেবা বারেবারে।
নিয়েছ জায়গা করে আমার হৃদয়ে;
আবার আসিব তাই তোমার সমীপে;
করেছ জীবন দান; ভুলি তা কি করে।


              ----------


         © দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১৫ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ।
ইংরেজি: ২রা অক্টোবর, ২০১৭।


***এটি পেত্রার্কীয় সনেটের রীতি অনুসরণে রচিত। অষ্টকের মিলবিন্যাস – কখখক, কখখক। ষষ্ঠকের মিলবিন্যাস – গঘঙ,গঘঙ।


*** ছন্দ: অক্ষরবৃত্ত। পর্ব: ৮ ও ৬ মাত্রার।