গহীন অরণ্যে জ্বলে আগুনের শিখা;
সবুজাভ বন পুড়ে হয় ছারখার।
পুড়ে যায় তার সাথে রূপ-অহমিকা,
দু'চোখের স্বপ্ন আর আশা দুর্নিবার।


কখনো বা দেখা যায় বসন্তের দিনে
আগুনের শিখা জ্বলে বিরহী হৃদয়ে।  
সবকিছু শেষ হয় কালের কফিনে;
ক্ষণিকের হাসিমুখ যায় ম্লান হয়ে।


প্রেমের জমিতে চারা করলে রোপন;
একদিন গাছ হবে সোহাগের চারা।
আনন্দ আর উচ্ছ্বাসে ভরে যাবে মন;
খুশিতে হৃদয়খানি হবে আত্মহারা।


সত্য প্রেমের মাঝেই আছে অভিমান;
হৃদয়ের তারে বাজে সোহাগের গান।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১৩ই কার্ত্তিক, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ৩১শে অক্টোবর, ২০২৩।