এখানেই হয়েছিল
তোমার সাথে আমার শেষ দেখা
সতেরো বছর আগে এক শীতের বিকালে।


আজও ভুলতে পারি নি সেই মুহূর্ত গুলি।
তুমি কাঁদছিলে আমার হাত দুটো ধরে
আর বলছিলে বার বার,
" কিছু মনে করো না মাই ডার্লিং!
আমি কথা রাখতে পারলাম না।"


তোমার চোখ হতে বৃষ্টির মতো
অঝরে ঝরছিল অশ্রু বিন্দু।
মুক্তোর মতো সেগুলো জ্বল জ্বল করছিল
শীতের সোনা রোদ্দুরে।


শীতের দমকা হাওয়ায়
মাঝে মাঝে এলোমেলো হয়ে যাচ্ছিল
তোমার সুদীর্ঘ ঘন কালো কেশ রাশি।
নদীর ঢেউগুলো আছড়ে পড়ছিল কিনারায়।
ওরা যেন বুঝতে পেরেছিল
এটাই তোমার সাথে আমার শেষ দেখা।


জানি আমি কোনদিন আর হবে না দেখা
তোমার সাথে এই জীবনে।
কিন্ত মানুষের মন তো বুঝেও বোঝে না।
বলে চলো আরেক বার সেখানে।
তাই এসেছি বুক ভরা আশা নিয়ে।
ভাবি যদি আরেক বার হয় দেখা
তোমার সাথে শীতের সোনা রোদ্দুরে।


©দীপঙ্কর সাধুখাঁ
09/06/2015