একজনের অন্তরে নিত্য অগ্নি জ্বলে;
পরিবারে সুখ নেই, অশান্তিতে ভরা।
স্বার্থান্বেষী লোক তাই মগ্ন ছলে বলে;
একটাই কাজ তার দ্বন্দ্ব সৃষ্টি করা।


দেখায় টাকার জোর অপর বেহায়া;
জিলাপির প্যাঁচ মন, মোটা বুদ্ধি তার।
রোষানল জ্বলে চোখে, নেই দয়া মায়া;
হৃদয়টা তার যেন ঈর্ষার পাহাড়।


তৃতীয় জনের আছে বড়ই উচ্চাশা;
একা তাকে মনে হয় যেন শূন্য খাম।
স্বপ্ন দেখে রাজা হবে দু'জনে ভরসা;
মিটমিটে দুষ্ট তার উপযুক্ত নাম।


তিন মূর্তি যদি সাথে সময় কাটায়
তারা বড় সর্বনাশা ফন্দি এঁটে যায়।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২৮শে বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ১২ই মে, ২০২২।
কলকাতা, ভারত।