কে বলেছে প্রেম সহজেই পাওয়া যায়;
চাইলেই প্রকৃত প্রেমিক হওয়া যায়;
শপিং মলে জিন্সের পোশাকের মতো
বিক্রি হয় প্রেম?


প্রকৃত প্রেমিক হতে গেলে
হ্যান্ডসাম না হলেও চলে।
জিন্স, স্মার্ট ফোন ব্যবহার না করলেও
প্রকৃত প্রেমিক হওয়া যায়।


বাহ্যিক সৌন্দর্যে কি যায় আসে?
ক'জন জানে সৌন্দর্য কাকে বলে?
যা সময়ের গতির সাথে পরিবর্তিত হয়
তা কি সত্যিই সুন্দর?


যা চাইলেই পাওয়া যায়
হাটে বাজারে সব্জির মতো
তা আর যাই হোক প্র্রেম নয়।
প্র্রকৃত প্রেম সহজে পাওয়া যায় না।


দুটি মনের অটুট বন্ধন,
দুটি হৃদয়ের শাশ্বত বোঝাপড়া,
দুটি আত্মার চির মিলন -
এরই নাম প্রেম।


প্রেম হল আকাশের মতো অসীম;
মহাসাগরের মতো গভীর;
পর্বতের চেয়েও উঁচু;
শিশুর হাসির মতো সুন্দর ও পবিত্র।


মনের দূরত্ব ছাড়া কোন দূরত্বই
প্রেমে বাধা হয় না।
যা কিছু স্পর্শ করা যায় তা প্রেম নয়।
প্রেম হল সাধনা ও উপলব্ধির বিষয়।


দুটি হৃদয়ের সান্নিধ্যে ঈশ্বরকে পাওয়া গেলে
সেটাই প্রকৃত প্রেম।
সেই মুহূর্তটি জীবিত থাকে শাশ্বতকাল।
আর এরই জন্য দুজন হয়ে ওঠে প্রেমিক ও প্রেমিকা।