যত কথা শোনা যায় পুরোটাই হয় না গুজব;
কিছু কথা সত্যি হয় ভাসে শুধু বাতাসে বাতাসে।
তোমার সম্পর্কে শুনি কত কথা লোকে বলে সব;
কথাগুলো অনায়াসে ভেসে ভেসে দুই কানে আসে।


শোন তুমি একবার ঠিক কিনা বলছি যা আমি;
এক আনা মিথ্যা হলে বাকি সত্য মিথ্যার পোশাকে
ঢেকে যায় খুব দ্রুত, সব সত্য হয় অস্তগামী;
অবিশ্বাস জন্ম নেয় হৃদয়ের সম্পর্কের ফাঁকে।


তোমাকে বিশ্বাস করে বারে বারে দিই স্বাধীনতা;
নিয়েছ সুযোগ তুমি বিশ্বাসের, আমাকে ঠকিয়ে।
এখনো হৃদয় খুলে বলো তুমি সব সত্য কথা;
একমাত্র সততাই জীবনকে ভরে আলো দিয়ে ।


একবার ক্ষমা চাও, সৎ হবে - কর অঙ্গীকার;
তোমাকে করব ক্ষমা ছিঁড়বে না হৃদয়ের তার।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৮ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ২৩শে মে, ২০২২।
কলকাতা, ভারত।