যদি গোধূলির মতো আমি মিশে যাই,
কখনো বিলাপ করো না আমার তরে।
ধরায় আসে না কেউ ফিরে বারেবারে;
আমি আসিব আবার তব বাগিচায়।
তোমার এ প্রেম যদি বিকশিত হয়;
আর মন গির্জা হয়ে অবস্থান করে;
আমাকে দেখিবে তুমি রাতের গভীরে,
তব আকাশের বুকে চাঁদের প্রভায়।


তবু যদি তব মন কাঁদে মোর জন্য;
অনাথ শিশুর মতো বিষন্ন না হয়ে,
আমার কবিতা পড়ো বড় মনোযোগে;-
পবিত্র ভালোবাসায় হবে তুমি ধন্য।
মোর কাব্য স্থান পাবে পাঠক হৃদয়ে;-
আর আমিও জীবিত র'ব যুগে যুগে।
    
            ------------


         © দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২০শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ।
ইংরেজি: ৭ই অক্টোবর, ২০১৭।


*** এটি পেত্রার্কীয় সনেটের রীতি অনুসরণে রচিত। অষ্টকের মিলবিন্যাস– কখখক, কখখক। ষষ্ঠকের মিলবিন্যাস– গঘঙ,গঘঙ।


*** ছন্দ: অক্ষরবৃত্ত। পর্ব: ৮ ও ৬ মাত্রার।-----