শীতের আমেজ এলে হৃদয়ের ডাকে চলে যাই
নগরীর কোলে স্থিত শ্যামলিমা সবুজ উদ্যানে।
প্রকৃতি প্রেমিক হয়ে প্রকৃতির স্নেহের আশায়
ছুটে যায় এই আমি ভিক্টোরিয়া উদ্যানের টানে।


পাখির কাকলিরব প্রকৃতির প্রশান্তিতে শুনি;
খোলা আকাশের নিচে উদ্যানের মাঝে, সীমানায়
ফুটে থাকে নামহীন কত ফুল, দেখি আর গুনি;
রাজহাঁস হয়ে নামি সরোবরে, কত শান্তি পাই।


প্রকৃতির সাথে মন মিলেমিশে একাকার হয়
সোনালি সোহাগ রোদে শুয়ে বসে হই আত্মহারা
প্রকৃতি-প্রেমীর সাথে কথা হয়, হয় পরিচয়;
সবুজ আভাতে যায় ব্যাথা উবে, মন মাতোয়ারা।


মহানগরীর বুকে প্রকৃতির সাথে কথা বলি;
মনের আনন্দে আমি প্রেমময় কাব্য লিখে চলি।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৬ই কার্ত্তিক, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ২৪শে অক্টোবর, ২০২৩।