কবিতা মানে নয় রাজপ্রাসাদ,
নয় সুখী পরিবারের গল্প।
কবিতা মানে তোমার আমার
প্রেম ও বিরহের গল্প।


কবিতা মানে শব্দ, শুধুই কিছু শব্দ
যা সহজেই হৃদয়কে নাড়া দেয়।
কবিতা মানে অলৌকিক কিছু নয়,
দুঃখ, জ্বালা ও যন্ত্রণা উপশমের উপায়।


কবিতা মানে নয় নীতি কথা,
নয় বাস্তব জীবনের হুবহু চিত্র।
কবিতা মানে কল্পনায় সৃষ্ট
কবি মনের এক স্বাধীন ক্ষেত্র।


কবিতা মানে অর্থবহ কিছু শব্দ,
আনন্দ, দুঃখ ও উচ্ছ্বাস প্রকাশের উপায়।
কবিতা মানে অন্য কিছু নয় -
কল্পনা, বিন্যাস ও তালের সমন্বয়।


© দীপঙ্কর সাধুখাঁ।