আমরা দুজনে যদি একসাথে সময় কাটাই,
শিশুর নিষ্পাপ হাসি মুখখানি চোখে যেন ভাসে।
বাগানে গোলাপ ফুল বাতাসের সাথে দোল খায়;
পূর্ণিমায় চাঁদখানি নেমে আসে আমাদের পাশে।


সময় কাটাই যদি একসাথে আমরা দু'জনে,
দেখি আমি মাতা তার সন্তানকে স্নেহাসিক্ত করে।
বাদলের আকাশেও রামধনু ওঠে প্রতি ক্ষণে;
পূর্ণিমার রাত্রিবেলা জাদুকরী পরীদল ওড়ে।


আমরা দু'জনে যদি একসাথে কাটাই সময়,
দেখি আমি ময়ূরেরা দল বেঁধে আনন্দে নাচে।
পশ্চিম দিগন্তে দেখি সূর্য শোভা অস্তমিত হয়;  
দু''জনের আত্মা দুটি কথা বলে, থাকে কত কাছে।


আমরা দু'জনে যদি সাথে থাকি প্রদোষে প্রভাতে;
সর্বশক্তিমান খুশি হয়ে বলে, থাকো একসাথে।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ।
ইংরেজি: ৩রা মে, ২০২৪।