আমি তোমাকে ভালোবাসি না
- এটা কখনই হতে পারে না।
তোমার সঙ্গে যদি না হয় কথা,
মন আমার শুধু পায় যে ব‍্যথা;
ফোটে না ফুুল হৃদয় বাগানে;
থাকে না নীল আমার গগনে;
নদীরা সব থমকে দাঁড়ায়;
ঘড়ির কাঁটাও স্তব্ধ হয়ে যায়।


আমি তোমাকে ভালোবাসি না
- এটা কখনই হতে পারে না।
চারিদিক ধূসর তুমি ছাড়া-
রাতের আকাশে ওঠে না চাঁদ-তারা;
সন্ধ্যায় পাখিরা ফেরে না নীড়ে;
হতাশা-ভয় জমে মনের কুটিরে;
নিজেকে লাগে বড় একা, বড় শূন্য।
তুমি ছাড়া আমি অসম্পূর্ণ।


© দীপঙ্কর সাধুখাঁ
১লা বৈশাখ, ১৪২৫।