তুমি হৃদয়ে, তুমি মর্মে,
তুমি অন্তরে, তুমি কর্মে,
ফল্গু নদীর ধারার মতো চির প্রবহমান।
বসন্তের মিষ্টি দখিনা বাতাসের মতো তুমি বহমান।
গোলাপের পাপড়ির মতো তুমি বিকশিত হও অন্তরে।
তোমার ছোঁয়ায় মুমূর্ষু হৃদয়ও আনন্দে নৃত্য করে।


© দীপঙ্কর সাধুখাঁ