আজ আমি শ্রান্ত,
আমি বড়ই ক্লান্ত।
জানি না কি মোহে ছুটেছি
বার বার তোমার পিছে পিছে।
যতবার আমি চেয়েছি তোমাকে স্পর্শ করতে,
ততবার তুমি ঠকিয়েছে আমাকে;
দাও নি তোমাকে কখনো ছুঁতে।


তৃষ্ণায় যখনই আমার কণ্ঠ শুকিয়েছে,
তুমি তখনই এসেছ আমার কাছে
কিন্তু দাও নি তোমার অমৃত সুধা
কখনও পান করতে আমাকে।
মরুভূমির মরীচিকার মতো
দূরে সরে গিয়েছ বারে বারে।
বুঝেছি তুমি আমার কেউ নও;
তুমি এক মায়া
অথবা আমি যাকে চেয়েছি তুমি তার ছায়া।


© দীপঙ্কর সাধুখাঁ