তুমি আছো
আমার মননে, আমার স্বপ্নে,
আমার কল্পনার আকাশে
মেঘে ঢাকা সূর্য কিরণের মতো।


তুমি আছো
ক্লাসের  অবাধ্য ছাত্রদের
সঠিক পথে আনার বৃথা চেষ্টার পর
ধৈর্য্য হারানো শিক্ষকের আবেগ নিয়ন্ত্রণে।


তুমি আছো
আমার সুদৃঢ় মানসিক বন্ধন
ভাঙতে চাওয়া  চক্রান্তকারীদের
পরিকল্পনাগুলোকে ব্যর্থ করার পিছনে।


তুমি আছো
জীবনের কঠিন সমস্যার সমাধানে-
একটি গণিতের ছাত্রের মতো ঠান্ডা মাথায়
ধীরে ধীরে সমস্ত জটিল অঙ্ক সমাধানে।


তুমি আছো
আমাকে আমার
শিক্ষক হওয়ার পিছনে,
সদা শিক্ষার্থী হওয়ার মানসিকতায়।


তুমি আছো
সর্বদা আমার পাশে,
যেকোনো কঠিন পরিস্থিতিতে
আমার হার না মানা মানসিকতাতে।


তুমি আছো
আমার সাথে,
আমার অস্তিত্ব রক্ষার জন্য
জীবন সংগ্রামে জয়ী হওয়ার পিছনে।


তুমি আছো
আমার আধ্যাত্মিক গাইড হয়ে,
কখনো বা আমার পরামর্শকারী,
কখনো বা এক  স্নেহশীল পূর্ণাঙ্গ নারী হয়ে।


তুমি আছো
আমার কল্পনার উৎস হয়ে,
আমার হৃদয়ের ভালোবাসা
ও আমার কবিতা লেখার অনুপ্রেরণা হয়ে।


© দীপঙ্কর সাধুখাঁ
১৭ ফেব্রুয়ারি, ২০২০।