ওগো, ডেকো না     আমারে      ডেকো না।
আমার মন মরা মন   আছে কোন,    সুদূর দিগন্তে হয়ে মগন।।
ওগো, ডেকো না      আমারে     ডেকো না।।


আর তো সহে না   ধরণীর খেলা -
মনে উঠেছে আজ বিষম ব্যথা।
জানি না আর কতকাল সইব-
এমনো জীবনের যাতনা।।


আমি যে চির কাঙালি ব্যাসে
ঘোরছি সবার দ্বারে দ্বারে।
নিশীথ জীবনের প্রদীপ আমি-
দগ্ধ দাহনে করছি জীবন যাপনা।।


কোথায় আছে ওগো সুখের বার্তা-
যে বার্তা শুনে মন পাবে সান্ত্বনা।
জানি না কবে হবে  এ খেলার সারা-
কবে ঘুচবে জীবনের বেদনা।।