মেঠো পথ দিয়ে আমি যাচ্ছি হেঁটে।
তোমার স্মৃতি সাথে নিয়ে।
ধানি রঙের শাড়িতে,
রক্তকরবী মাথায় নিয়ে।
চলেছো তুমি আমার সাথে।
হঠাৎ কেন অন্ধকার?
কোথায় তুমি
স্বপ্নের চরিত্র নন্দিনী?
আমাকে ঘিরে রাখো
তোমার বক্ষ মাঝে।
কেন বারবার ঠেলে দাও,
একমুঠো বাস্তবতা ভিড়ে?
বাস্তবতা ভীষণ কঠিন।
বাস্তবতায় দিও না ঠেলে,
এই কালো অন্ধকারে।
আমাকে নিয়ে চলো
তোমার স্বপ্ন চরে, উপন্যাসে।