জানতে চাইতে  তোমায় এত ভালোবাসি কেন ?
তুমি একটু অন্যরকম,এটাই কারণ জেনো।
বাকি মেয়েরা খুশি  হয়, হাতে উপহার পেলেও  ,
তোমার খুশি কেনা যায়েনা পয়েসা প্রচুর ঢেলেও ।


বাকিরা যখন ছুটে বেড়ায় বাহ্যিক রূপ দেখে ,
তুমি কেবল মানুষ্ বোঝো,ভিতর টাকে মেপে।
বাকিদের মেয়েদের শুধু বায়না লজেন্স,কুলফি চাই ,
আজ অবধি কিছু চেয়েছ,আমার স্মৃতিতে নাই।


চিরকাল-ই সবার থেকে পথটা তোমার বাঁকা ,
সাথে আছে গুনের ডালি,নাচাগানা  আঁকা।
এতক্ষণ গুনে ছিলাম, এবার আসি রূপ-এ,
এক পলকেই চিনতে পারি, হাজার ভিড়ের স্তূপে।


হাসিটি তোমার চাঁদের আলো , নয়ন মৃগের মতন ,
তাই  তো তোমায় হৃদ মাঝারে রেখেছি করে যতন।
সাথে আছে তোমার বোধ-বুদ্ধি বিবেচনা ,
তোমায় পেয়ে আমিও তাই করছি কাব্য রচনা।


এগুলো শুধুই তোমায় আমার ভালোলাগার হেতু,
হয়ত বা ভালোলাগা-ভালবাসার সেতু।
ভালবাসি কেন এটা, আমার সত্যি জানা নেই,
এতক্ষন তবে কি বললাম ভাবছি এখন সেই।