তোমার আগুনে রোজ আমার মুখাগ্নি হয়
ধোঁয়ার গাঢ়তম লেহনে ভাসে হৃৎপিন্ড
ঠিক বোঝা যায় না কতটা খামচে ধরেছ
এক প্রকারে ধোঁয়াগুলো সরে যায়
এক প্রশ্বাসে ফের ভরে ওঠে
সারাদিন ধোঁয়ার মানচিত্র মস্তিষ্কের জলে
যেমন তোমার  সরলতা দুর্বোধ্য বিবরণ জুড়ে।


আসলে যেইমাত্র উপহারস্বরূপ লাইটারটা নিলাম
আমার কবর খোঁড়া হয়ে গেল তোমার হাতে !