ঐ ছেলেটার কলম জুড়ে
শব্দ ভীষণ প্রখরময়,
সারাদিনে একবেলা ভাত
কোনোমতে জোগাড় হয়।
তবুও সে স্বপ্ন দেখে
দারিদ্রতা ভুলতে চায়,
মাঝে মাঝে কলম থামে
মৃত্যু যেন হাতছানি দেয়,
ডাস্টবিনের ঐ নোংরা খাবার
তার মুখেরই আহার হয়।
ক্ষিদের জ্বালায় শব্দ হারায়
রক্ত চোখে ভাতের নেশা,
এমন অনেক কবি আছে
কবিতা লেখা যাদের পেশা।


                                     🖊️দিপিকা