একলা রাতে ভীষণ ভাবে,
তোমায় যখন মনে পড়ে।
জাপটে ধরা বালিশ ভেঁজে,
নুইয়ে পড়া চোখের জলে।
চোখের কোনের ভ্যাবসা স্মৃতি,
ফুটিয়ে তোলে আলতো হাসি।
ঘুম  ভেঙ্গে সেই পুরনো আমি,
'আমা'তেই আজ ভীষণ খুশি।
হারিয়ে যাওয়া একলা আমি,
আজও বড্ড অভিমানী।
তোমার সেই পুরনো 'তুমি'
আমার কাছে অনেক দামি।
তোমার আমার মেখলা আকাশ,
অভিমানের পাল তুলেছে।
রাগের পাহাড় আকাশ দূত,
অন্ধকারে পথ ভুলেছে।।