হাজার বছর পরেও যখন
লিখবো বলে শব্দ সাজাই
তোমার নামের কল্পনাতে
বুকের পাঁজর ভাঙছে তবু,
ভালোবাসার "ভালো" টুকুই
মোমের মতো প্রলেপ জমায়।
নিঙরে নেওয়া রাতের ঘুমে
চোখের তলে কালি জমে,
নতুন আলোয় নতুন সাজে
চোখের কালি ঢাকছি ক্রমে।
তারপর সেই ক্লান্ত চোখে
ভাবনাগুলো অনেক দূরে,
অভ্যেসরা হঠাৎ কবে
বদঅভ্যেসে মনের ঘরে।
তোমার নানেই সূচনা হোক
হোক বা না হয় গল্পের শেষ,
মুহুর্তরাই বাঁচিয়ে রাখুক
মুহুর্তদের বাঁচার রেশ।