চলছে লড়াই ভারতবাসীর,
যুদ্ধজয়ের প্রতীক্ষা।
মানব না হার,
করেই যাবো দেশ বাঁচানোর প্রচেষ্টা
মানুষ যে আর মানছে না আজ ,
কুসংস্কারের অন্ধ ঝাঁপ।
সবার আগে আমরা মানুষ,
জাত-ভেদাভেদ চুলোয় যাক।
ঈশ্বর ও আজ নারাজ যেন,
দেখছে বসে মরন খেলা।
ভয়ের মুখে ভারতবাসী,
ঘনিয়ে এল শেষ বেলা।
করবো লড়াই ভয় না পেয়ে,
গড়ব নতুন ইতিহাস।
এই কটা দিন ঘরেই থাকি,
তবেই যদি বাঁচবে দেশ।
হারার আগে মানব না হার
লড়েই যাব আমরা সবাই।
নতুন দিনে আশার আলো,
ফুটবে হয়তো খুব শীঘ্রই।
মনুষত্ব বেঁচে থাকুক,
মহামারীর আঁধার কাটুক।