তলিয়ে গেছি ভীষণ ব্যথায়,
আমায় তুমি খুঁজোনা।
ভালো থেকো প্রিয় তুমি,
আমায় নিয়ে ভেবোনা।
গভীর রাতে তোমায় ভেবে,
স্বপ্ন গুলো ভীষণ কাঁদে।
ছুঁতে চাওয়ার ইচ্ছে গুলো,
রইলো পরে অসীম খাদে।
শেষ চিঠিটা লিখবো বলেই,
ঘুমের সাথে আজকে আড়ি।
কংক্রিটের এই শহর জানে,
কতটা ভালো বাসতে পারি।
কল্পনাতেই পেয়েছি তোমায়,
ছুয়েছি তোমার ঠোঁট।
আগলে রেখেও অল্প চাওয়ায় বড্ডোবেশি চোট।
হয়তো তুমি ভীষণ সুখে
অন্য কারো গল্প সাজাও,
আমরা শহর মেঘলা তখন,
একটুখানি রোদের আশায়।