তুমি থেকে যেও,
কোন এক রাতের তারা দেখে গাওয়া গানে
কেটে যাক মোহ,
জমে থাক প্রেম কিছু লুকোনো অভিমানে।
তুমি থেকে যেও,
শরতের সকালে শিউলির গন্ধ্যে মেতে ওঠা কবিতায়
প্রেম হোক নিশিদ্ধ,
চোখ ছেয়ে যাক নিরবতায়।
তুমি থেকে যেও,
রং তুলি দিয়ে আঁকা রামধনু আকাশে
জানি ব্যস্ত ভীষণ তবু,
চোখে চোখ রেখো একটু অবকাশে।
কি ভীষণ লোভী আমি তোমায় পাওয়ার লোভে,
ত্যাগেও শান্তি আছে যা আজীবন রবে।