আমি না কবি হতে চাই
তোমার শীতল স্পর্শ পেয়ে!


আমার কবিতার সুরে
তোমাকে বেঁধে আমি উড়তে চাই
ঘুড়ির মতো অসীম আকাশে।


আমি তোমাকে দেখতে চাই
সূর্যাস্তের রক্তিম আভায়
ছায়া পড়া তোমার মুখখানি
আমার কবিতার পাতায়।


আমার কলমের ডগায়,
একটি বার তুমি কবিতা হয়ে ঝরো
আমার বুকের বাম পাশে।


সমুদ্র সৈকতে ক্লান্ত ঢেউয়ের
তরঙ্গ ধ্বনি শুনে আমি
বিলীন হতে চাই আমার কবিতায়।


আমি তোমার জন্য কবি হয়ে
বিদ্যুৎ চমকানো কোন রাতে
এক পশলা বৃষ্টি হয়ে
নামবো তোমার কুঁড়েঘরে।


আমি কবি হতে চাই,
তোমার আলপনা এঁকে
তোমাকে গেঁথে রাখতে চাই
আমার কবিতার মাঝে।


তোমার স্ফীত হাসি দেখে
আমার কবিমন কাতর হয়ে
সৃষ্টি করবে জীবনের মহাকাব্য!


আমি শ্যাওলা হয়েই থাকব
তোমার স্যাঁতস্যাঁতে দেয়াল জুড়ে; আর-
তোমাকে কবিতা করেই রাখবো।


তোমার জন্য সদাই আমি
কবি হয়ে বাঁচতে চাই,
আমায় কিঞ্চিৎ ভালোবেসে
তুমি কি আমার কবিতা হবে?
---------------------