সম্পর্ক ভাঙ্গার জিনিস!প্রেম না!
সম্পর্ক ভেঙ্গে যায়!তাতে প্রেম থেকে যায়!!
প্রেম এমনই!!এক অনুভূতি!!
দুটো প্রেমের আকুলতা যখন-
একই সম্পর্কে গেথে যায়-
সেখানে চলে আসে চাওয়া-না পাওয়ার দ্বন্দ্ব;
ভর করে হতাশা আর অতৃপ্তি।
তখন সম্পর্কে চাহিদা থাকে-প্রেম না।।
ভেঙ্গে যাওয়া সম্পর্কে প্রেম জাগে মানে-অভিমানে;
রাগে কিংবা ক্ষোভে; কখনো
জমানো কষ্টে;আর লোক দেখানো জেদে-
প্রেম লুকিয়ে থাকে-অতৃপ্তি না!!
কোন কিছু চাওয়ার কিংবা পাওয়ার আশা
কোন সম্পর্কে থাকতে পারে;থাকে-
প্রাপ্তির কোন অবারিত-
সুখ!এক রাশ আনন্দ!!
সেখানে সম্পর্ক থাকে-প্রেম থাকে না;
থাকে বাস্তবতা।।আর কিছু হিসাব-নিকাশ।।
সম্পর্ক এমনই!!এক বাস্তবতার জাল।
আর প্রেম এক অনুভুতি।।অদৃশ্য বন্ধন-
সকল সম্পর্কের ঊর্ধ্বে।।
প্রাপ্তি-অপ্রাপ্তির সংঘাতে- কখনো
সম্পর্ক হারিয়ে যায় কালের গভীরে;
প্রেম হারায় না; থেকে যায় তা-
ভাবনার অন্য দেয়ালে- অজান্তেই!!