উনুন জ্বলছে খালি হাড়ি
চালা নেই তবু ভিটে বাড়ি
শরীরে রাজ্যের ক্লান্তি ঝরে
দুটো দানা পেটে না পড়ে।


একেক রাত ভোর হলে
জীবন যুদ্ধ তবু চলে।


এ কেবল টিকে থাকার লড়াই
আর স্বপ্ন দেখা তো যেন বড়াই।


মায়ের পরনে ছেড়া শাড়ী
সন্তানের ক্ষুধার আহাজারি
কাজ পেলে কভু খাবার জুটে।
এদের এক জীবন(!) বটে।।