তুমি আবারো কাল রাতে এসেছিলে!!
আবার ও!!
স্তব্ধতার মাঝে যখন আমি-
খুঁজে ফিরছিলাম নতুন কোন প্রেরণা;
ঠিক তখনই তুমি এসে-
বিড়বিড় করে বলে চলে গেলে
সেই পুরানো দিনের কথা গুলোই;
কথা গুলো বারবার আমার শ্বাস রুদ্ধ করে দেয়।।
আমি তখন অসহায় ছিলাম
অবচেতন দুনিয়ার অবকুঠরে ছিলাম!
এর আগে আরেকদিন যখন একাকীত্বকে সঙ্গী করে হাঁটছিলাম....
নীরবতার মাঝে যখন আমি-
খুঁজে ফিরছিলাম নতুন কোন আর্তনাদ;
ঠিক তখনই তুমি এসেছিলে-
সেদিন আর তোমাকে কাছে ভীড়তে দেই নি।।
তীব্র ঘৃণার বন্যায় ভাসিয়ে দিয়েছিলাম-
তোমাকে অতীতের অথৈ জলে।।
তুমি কাল বুঝি সেই প্রতিশোধ নিলা?
নাও...আর কত নিবা!
সশরীরে চলে গেছ বহুদূরে বহু আগে;আর
আমার জন্য রেখে গেছ কিছু দুঃসহ স্মৃতি।
হয়তো আবার আসবে তুমি-
নিশীথ রাতের স্বপনে;
তবে মনে রেখ-
বাস্তবতায় তুমি কাগজের ফুলের চেয়ে বেশি কিছু নও।
অবচেতন মনে আমার যতই আঘাত হানো;
তবে শুনে রাখ-
আমার সচেতনতায় তুমি আজ-
ঠুনকো কাগজের চেয়ে ভারী কেউ নও।।