শোন ছেলে!
ফিরে দেখ আমাকে;আমি মুক্ত
তবু আজও আছি বেঁচে
তুমি বেদনায় সিক্ত কেন?
যাও! উল্লাস কর নেচে।
হতাশাকে ফেল আঁস্তাকুড়ে
মাটি আঁকড়ে আছ কেন?
যাও দূর আকাশে উড়ে।
কেন তোমার বর্তমানের ছন্দপতন!
অতীত(!?) ভাব সেটা অঘটন।
তোমার হারানো প্রেম?
এতো বিরহ প্রলাপের
এক গুচ্ছ শব্দ,
ব্যস্ততার আড়ালে-
হারিয়ে যাওয়া কোন পদ্য।
যন্ত্রণা?
মুক্তি পাবে কবে?
আগে যন্ত্রমানব হও তবে।।