আধো আলোয় বসে আছি নীরবতায়
বহুকাল পরে কলম ধরেছি হায়!
যত ঝঞ্জাট নিমিষে করেছি বরণ,
আক্ষেপ ঝরে; হয় কবিতার চরণ।
কলমের কালিতে জীবন গন্ধ ভাসে,
কবিতা কথায় সাদা কালো গল্প আসে।
স্তবকে স্তবকেই অশ্রু মেঘের বাস
নীলে ভারাক্রান্ত  মোর হৃদয় আকাশ।



পদে পদে জন্মায় যখন শোক গাঁথা
কবিতা থামবে না কভু, ফুরোবে পাতা।
পাল্টে গেল অকস্মাৎ ভাবনার গতি
সুখ নিয়ে না ভাবলে কি এমন ক্ষতি!
আমি টেবিলে মাথা ঠুকে অতঃপর
নতুন কবিতা বুনি বুকে নিরন্তর।।


রচনাকালঃ ২৪/১০/২০১৫


বিঃদ্রঃ
প্রতিটি চরণে চৌদ্দ মাত্রা আর অষ্টক-ষষ্টক রাখার চেষ্টা করেছি মাত্র।আর কিছু না।ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইলো।