তোমার পিন পতন নীরবতায়;
আমি ছিন্ন হই নি
তুমি নির্বাক।।
তাতে কী?
আমি অপলক দৃষ্টিতে চেয়ে থাকব
আকাশ পানে;কোন আশায় জান?
                কখন তুমি বলবে ভালবাসি।
ভোরের আলোয় অবগাহন করেছো কখনো?
তীব্র কুয়াশায় শিশির বিন্দু পড়েছে তোমার চোখে!!
প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে-
                আবিষ্কার করলাম আজ-
তোমায় ভালবাসি।
ঘন কুয়াশায় পিচঢালা পথে আমি হাঁটছি-
সঙ্গী আমার সেই মুঠোফোন-
তুমি হয়তো ক্লান্তি কাটাতে শান্তির ঘুমে;
আর আমি অস্থির...
মুঠোফোনে তোমার স্থিরচিত্র মাঝে স্থিরতা   খুঁজছি;
কিন্তু তুমি তো নির্বাক।
তবু তোমার পিন পতন নীরবতায়;
আমি ছিন্ন হই নি।
ভোরের সুর্যোদয় দেখে হয়তো একটু পরে-
হারিয়ে যাব নিদ্রাপুরীতে।
আর সুন্দর একটা সকাল জানাবে তোমায় স্বাগত!
হয়তো আমাকে নিয়ে ভাববে নতুবা না!!
শুধু জানি তোমাকে ভেবে ভেবে আমি হব ক্লান্ত;
ক্লান্তি কাটাতে স্বপ্নের সাগরে ডুব দিব-
                 কোন আশায় জান?
কখন তুমি বলবে ভালবাসি।।


রচনাকালঃ ২৭/১০/২০০৯