সে এক অপূর্ব সুন্দরী।তার-
চোখ দুটো টানা টানা
ঠোঁট দুটো লাল,
দাঁতগুলো সাদা সাদা
তুলতুলে গাল।।
তার চলার ছন্দ যেন-
ঝরণার ধারা,
হাসলেই ঝরে পড়ে
শতকোটি তারা।


সবকিছু তার ঠিকঠাক
মেজাজটা কড়া,
স্বভাবটা এমন যেন-
হিংসায় ভরা।
সে এক মায়াবী সুন্দরী।তার-
বাহিরের রূপ ভাল
ভেতরটা কালো,
আর মুখের ভাষাটা যেন-
তীক্ষ্ণ সূঁচালো।।


রচনাকালঃ ১৩/০৫/১৯৯৭


(এই ছড়া দিয়ে আমার লেখালেখির হাতেখড়ি)