এবার তবে মুক্তির পথ খোঁজ
চলে গেছে সে?
যাক না! আগে নিজেকে বোঝ।


ভালবাসা?
এতো প্রহসন!
আবেগ?
এতো আত্মসমর্পণ!!


তবে কেন এই খুনসুটি!
এদিক-ওদিক ছুটোছুটি।


সম্পর্ক?
এতো মিছে অভিলাষ।
একাকীত্ব?
সেতো অভ্যাস।।


যাও না ভুলে নষ্ট কিছু স্মৃতি।
অবসাদের ঘটুক তবে ইতি।।


স্বপ্ন?
এতো মরিচীকা!
বাস্তবতা?
ক্ষণিকের বিভীষিকা।।


কেন তবে নিঃসঙ্গতাকে ভয়?
কর না একবার কষ্টকে জয়।


নতুনত্বের দুয়ার খুলে
পুরানোকে পিছনে ফেলে
এবার তবে মুক্তির পথ খোঁজ।।


রচনাকালঃ ০৩/০৯/২০১৩