তুমি আমার ছেলেবেলার দূরন্তপনা আর উচ্ছ্বাস,
তুমি আমার ভোর রাতে স্বপ্ন ভাঙ্গার ঘন নিঃশ্বাস।


তুমি আমার মনের জানালায় আঁকা রঙ্গীন প্রজাপতি,
তুমি আমার মধ্যরাতে একাকী নগর ভ্রমনের ভীমরতি।


তুমি আমার একমাত্র ওষুধ পুরনো ক্ষত ঘাঁয়ে,
তুমি আমার পড়ন্ত বিকালে গরম চুমুক চায়ে।।


তুমি আছো সন্ধ্যা বেলার ঘাস ফড়িংয়ের দলে,
আলতো ঢেউয়ের মাঝে কোন এক পদ্মপাতার জলে।


তোমায় খুঁজি জৈষ্ঠের খরায় মিষ্টি আমের আঁটিতে,
তোমায় খুঁজি উঠোনের কোণের শীতল পাটিতে।।


রচনাকালঃ ০৮/০১/২০১৪