কেউ একা মানুষের ভিড়ে
কেউ একা তার শান্ত নীড়ে।
কারো ভয় কোলাহলে
কারো ভয় নির্জন বলে।
কারো শান্তি কারো অপার সুখে,
কেউ তা খুঁজে অন্যের শূন্য বুকে।
কেউতো প্রেম প্রকাশ করতে চায়,
কারো তৃপ্তি শুধু নীরব ভালবাসায়।
কেউ দুর্বলতা ঢাকে তার রাগে,
কেউ দুর্বলতা দেখায় সবার আগে।


একই দেহে বিরাজমান,প্রকাশ  ভিন্ন রূপে
কেউ উদাসীন কর্মে,কেউ যে জীবন সঁপে।
কেউ বেঁচেও মরে,পায় না  পরিত্রাণ
কেউ মরেও বাঁচে,এই যা ব্যবধান।।