১.
সেই কবে(!)
আছো তবে?
কোন ঘোরে!!
কারো বাহুডোরে?

তিলে তিলে
চলে(!) গেলে।
কার(!) পানে
কোন টানে?


২.
ক্ষান্ত দিলাম তবে এবার
অবসান ঘটুক ভ্রান্ত ধারনার।
না জাগুক আর প্রশ্ন মনে
উত্তর না খুঁজি  কোনখানে।
চলছে তবু চলুক তবে
যা চাও তবে তাই হবে।।


৩.
কথার বানে মুগ্ধ।
রূপের আগুনে দগ্ধ।।


৪.
অতি আনন্দে কান্না করা;আর
দুঃখ পেয়েও হাসতে পারা।।


৫.
ভুলের ভীড়ে ভাবনার ভেলা।
খেয়ালের খেয়ায় খুঁনসুটির  খেলা।।


৬.
সন্দেহের বীজ যবে বুনে
সম্পর্কে ধরে তবে ঘুনে।


৭.
"জীবনের পথে আমি কতোই না ধীরে হাঁটছি।।
অথচ সময়ের পথে জীবনটা কত দ্রুত চলে যাচ্ছে!!"