দ্রব্যাদির দাম
বাড়ছে অবিরাম।


চাল তেল ডাল নুনের
হলুদ মরিচ পেঁয়াজ রসুনের।
সব কিছুরই দর বেশি
মাছ মুরগী গরু খাসি।।


সোঁ সোঁ করে বাড়ে দাম
দীর্ঘশ্বাস বেরোয় অবিরাম।


আসল জিনিস নকল জিনিস
খাবার জিনিস শখের জিনিস
কিছুই কেনার সামর্থ্য নাই!
কিনারা নাই যেদিকে তাকাই!!


অভাবটা শুধু দুস্থ-গরীবের
জেলে চাষী কুলি মজুরের
অন্ন চাই  বস্ত্র চাই
এদের কপালে সুখ নাই।।


বাড়ে, আরো বাড়ে বাজার দর
যুদ্ধ!! টিকে থাকা যে দুষ্কর।।


রচনাকালঃ ২৮/০৯/২০০৩