ঘড়ির কাটা আপন বেগে চলছে অবিরত...
বদলাচ্ছে ক্যালেন্ডারের পাতা...
আর সাথে সাথে বদলাচ্ছে মানুষের মন।
একেক করে দিনগুলি হারাচ্ছে মনের অন্তরালে,
নিমিষেই কেটে যাচ্ছে দিনের পর দিন...বছরের পর বছর...
বর্তমানের আনন্দ ঘন মুহূর্তগুলো হয়ে যাচ্ছে অতীত।।
আজকের প্রেমিকা হারানোর বেদনা.. বছর খানেক পর-
পীড়াদায়ক স্মৃতিচ্চারণ ছাড়া আর কিছুই নয়।।
আজকের ভারী ক্রন্দন কন্ঠ হয়ে যাবে-
পাথরের মত স্থির।বরফের মত শীতল।ক'টা দিন পরেই।।


কালের বিবর্তনে...
হাসি কান্নার সব গল্প চাপা পড়ে যায়।
চাপা পড়ে যায় নষ্ট কিছু বাস্তবতা।
স্মৃতিগুলি বেশ কয়েক বছর পর হঠাৎ
ছবির মত ভেসে উঠতে পারে চোখের সামনে,
পীড়া দিতে পারে মনে..তবে তা ক্ষণিকের জন্যই!!
অতঃপর
আবার চলতে থাকে জীবনের গতিময় চাকা।
কত কিছু আবার জমা পড়ে  স্মৃতির পাতায়...
.......কেবলই কালের বিবর্তনে।।


রচনাকালঃ ১৭/০৫/২০০৪